যুব সমাজকে মাদক থেকে রক্ষার্থে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন সজনপাড়া ইলিশামারী বালুর পয়েন্ট মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহন করেন আমরাই পারি তরুন সংঘ ও শ্যামপুর ফুটবল একাদশ।
গতকাল ২১ জুলাই শুক্রবার ‘আমরাই পারি তরুন সংঘে’র উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন ‘মানবিক বাংলাদেশ সোসাইটি’র সোনাতলা উপজেলা শাখার আহবায়ক মো.জাহিদুল ইসলাম জাহিদ।
সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো.আফতাব হোসেন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন আমরাই পারি তরুন সংঘের সভাপতি মো. জিসান ইসলাম, সাধারণ সম্পাদক রাজিব ইসলামসহ সকল সদস্য, মানবিক সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলায় শ্যামপুর ফুটবল একাদশ ১-০ গোলে আমরাই পারি তরুন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার গৌরব অর্জন করেন। শেষে প্রধান অতিথি জাহিদুল ইসলাম জাহিদ চ্যম্পিয়ন দলকে একটি ছাগল(খাঁসি) সহ উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন।
Posted ৭:১১ অপরাহ্ণ | শনিবার, ২২ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD