বগুড়ার সােনাতলা উপজলায় মুজিববর্ষ উপলক্ষ প্রধানমন্ত্রীর উপহার নবনির্মিত ঘরগুলার সর্বশষ অবস্থা পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক মােঃ জিয়াউল হক। তিনি আজ রবিবার সকাল ১১টার দিক উপজলার জােড়গাছা ইউনিয়নের মধ্য দিঘলকাদী গ্রামে প্রধানমন্ত্রীর উপহার ঘরগুলা পরিদর্শন করন। এরপর তিনি ছিচারপাড়া গুছগ্রাম পরিদর্শন করন।
এসময় তিনি নবনির্মিত ঘরগুলা দেখে সন্তোষ প্রকাশ করন। এ সময় তার সাথে ছিলন, সােনাতলা উপজলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হােসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জানাতুল ফেরদসী রুম্পা, সােনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, জােড়গাছা ইউপি চয়ারম্যান রাস্তম আলী মন্ডল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর প্রমুখ।
উল্লখ্য, সােনাতলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১২৫টি ভুমিহিন পরিবার পাচ্ছেন ঘর।
Posted ৭:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD