আসন্ন ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর সাংবাদিক নিপুন আনোয়ার কাজল এর উটপাখি মার্কার সমর্থনে গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ অক্টোবর (রবিবার) বিকাল ৪টায় কাউন্সিলর প্রার্থী কাজল তার ওয়ার্ডের মাতামুরব্বী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে পৌরসভার ১নং ওয়ার্ডে গনসংযোগ করেন।
গনসংযোগকালে সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ওই ওয়ার্ডের শত শত ভোটার স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষে স্থানীয় মাইক্রোবাস স্ট্যান্ডে এক পথসভায় সফল পৌর কাউন্সিলর কাজল বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, গত ২০১৬ সালে সোনাতলা পৌরসভার প্রথম নির্বাচনে আপনার আমার উপর আস্থা রেখে মুল্যবান ভোট দিয়ে আমাকে ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছিলেন। বিগত পাঁচটি বছর আমি সততা ও নিষ্ঠার সাথে ১নং ওয়ার্ডবাসীর সেবা করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি ওয়ার্ডটির উন্নয়নসহ সাধারণ মানুষকে সবধরণের সেবা দিতে। এ সেবা পেতে কাউকে অর্থের বিনিময় করতে হয়নি। তারপরেও বিগত সময়ে চলার পথে ভুলত্রুটি মাফ করে দিয়ে আগামী ২ নভেম্বরের নির্বাচনে নারী-পুরুষ উভয়ই আমাকে উটপাখি মার্কায় দিবেন।
তিনি আরও বলেন, আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে সুখে-দুখে আপনাদের পাশে থেকে সর্বোচ্চ নাগরিক সুবিধা দেব এবং ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তরিত করবো ইনশাল্লাহ্।
Posted ১১:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD