রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে ভেলুরপাড়া ভায়া সৈয়দ আহম্মদ কলেজ হাট সড়কে লোহাগারা খালের উপর আরসিসি পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৫ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থের এ ব্রিজটি নির্মাণে সরকারের ব্যয় হবে পৌনে তিনকোটি টাকা। আজ ২৭ অক্টোবর সকালে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান, সহকারী প্রকৌশলী নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক ও মধুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, দিগদাইড় ইউনিয়ন আ’লীগের সভাপতি নিরঞ্জন রায়, সাধারন সম্পাদক মাহফুজ সোহেল, মধুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা, জোড়গাছা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, প্রভাষক শফিকুল ইসলাম বাদশা,উপজেলা আ’লীগ নেতা রাজু আহম্মেদ, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি গোলাম রব্বানী, কর্পূর হাইস্কুলের নবনির্বাচিত অভিভাবক সদস্য আ’লীগ নেতা শহিদুল ইসলাম, স্বাধীন, কৃষকলীগ নেতা জহুরুল ইসলাম,নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নায়েব আলী ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শেষে আব্দুল বাছেদ দাখিল মাদ্রাসার সুপার মো.নাহারুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি বিকাল ৩টায় সোনাতলা সদর ইউনিয়নের রানীরপাড়ায় হযরত শাহ সুলতান মাহমুদ বলখী(রাঃ) এতিমখানা ও মাদ্রাসার তিনতলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজের উদ্বোধন ও রানীরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ওই স্কুলের সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদ নবীন আনোয়ার কমরেড।
Posted ৯:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD