বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদদ কলেজ স্টেশনে পূর্বশত্রুতার জেরে জিসান অটো সার্ভিসিং সেন্টারের মালিক শহীদ ইসলাম(২০) কে মারপিটে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শহীদ ইসলাম শিহিপুর জাহানেরপাড়া গ্রামের মুকুল প্রামানিকের ছেলে। সে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান অটো সার্ভিসিং সেন্টারে। এ ব্যাপারে শহীদ বাদী হয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছে। অভিযুক্তরা হলো শিহিপুর গ্রামের তরিকুল ইসলাম পলাশ, ইমেন, শফিক, শাহিন, সুমন মিয়া।
অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায়ই শহীদের নিকট থেকে চাঁদার টাকা করে আসছিল। এরই জেরে ঘটনারদিন সন্ধ্যায় অটোভারা নেয়ার ছলনায় অভিযুক্তরা শহীদের সাথে বাকবিতণ্ডার শুরু হয়। এক পর্যায়ে তারা শহীদকে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে।
এ ব্যাপারে শহীদ জানান,পলাশ ও তার লোকজন তাকে মারপিট করে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।
ঘটনার বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD