বগুড়ার সোনাতলায় খুন, ডাকাতী, দস্যুতা ও গরু চুরিসহ ১৩ মামলার আসামী আন্তঃজেলা গরু চোরের সর্দার মিনহাজুল ইসলামকে সফল অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। এতে সোনাতলা উপজেলা ও এর আসে-পাশের উপজেলার সাধারন মানুষের মনে ফিরে এসেছে স্বস্তি। মিনহাজুল উপজেলার বালুয়া ইউনিয়নের কুশারঘোপ গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
জানা যায়, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী ও সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) তানভির হাসানের দিকনির্দেশনায় সোনাতলা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে তদন্ত ইন্সপেক্টর কামাল হোসেন, এসআই নাজিম উদ্দিন, মাহমুদুল হাসান, এএসআই এরশাদ(১), আতিকুজ্জামানসহ পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে কুশারঘোপ নিজগ্রাম থেকে মিনহাজুল ইসলামকে গ্রেফতার করেছে।
আজ ১০ নভেম্বর ভয়াঙ্কর মিনহাজুলকে কঠোর পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর সুত্রে জানা যায়, কুখ্যাত এই গরু চোর বালুয়া ইউনিয়ন সহ উপজেলায় অসংখ্য গরু চোরের জন্ম দিয়েছে। আর সংঘবদ্ধ গরু চোরের দল সোনাতলা ও এর আসেপাশের উপজেলা সহ বিভিন্ন জেলার বহু কৃষককে সর্বশান্ত করে পথে বসিয়েছে। তাই প্রশাসনের প্রতি এলাকাবাসীর আকুল আবেদন কুখ্যাত আন্তঃজেলা গরু চোরের সর্দার মিনহাজুলকে রিমান্ডে নিয়ে সকল চোর ও চোরের পৃষ্টপোষকদের চিহ্নিত করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এ ব্যাপারে সোনাতলা থানা চৌকস অফিসার ইনচার্জ সৈকত হাসান আলোকিত বগুড়া’কে জানান, পুলিশ দিয়ে উপজেলার বালুয়া ইউনিয়নের কুশারঘোপ গ্রামকে ঘিরে রেখে মিনহাজুলকে গ্রেফতার করা হয়েছে। তিনি এলাকাবাসীকে সংঘবদ্ধ থেকে গরু চোরদের প্রতিহত ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের আহবান জানিয়েছেন।
তিনি আরও জানান,অপর এক অভিযানে উপজেলার সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর (দক্ষিণপাড়া) গ্রাম থেকে মৃত আজগর আলীর ছেলে মাদক মামলার আসামী শাহীন সরকারকেও গ্রেফতার করা হয়েছে। দুই আসামীকেই আদালতে পাঠানো হয়েছে।
Posted ৮:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD