বগুড়ার সোনাতলা থানা পুলিশের জালে শেষপর্যন্ত আটকা পরতে হলো সেই নারী গাঁজা ব্যবসায়ী গোলাপী বেগম(৪৯) ও তার ব্যবসায়িক পার্টনার নাজু বেপারী(৩৫)কে। গোলাপী উপজেলার সদর ইউনিয়নের কাবিলপুর (নাপিতবাড়ি) গ্রামের বাউল শিল্পি লুৎফর রহমানের স্ত্রী এবং নাজু একই গ্রামের মৃত তৈয়ব আলী বেপারীর ছেলে। তারা দু’জন বিভিন্ন কৌশল অবলম্বন করে গাঁজা বিক্রি করে আসছিল।
গোপনে এমন সংবাদ পেয়ে সোনাতলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম রেজা’র নির্দেশে থানা সেকেন্ড অফিসার ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্সসহ ১৫ আগষ্ট গোলাপীর বাড়িতে কৌশলে অভিযান চালায়। অভিযানে এক’শ পাঁচ গ্রাম গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। ১৬ই আগস্ট তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
Posted ৮:২৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ আগস্ট ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD