বগুড়া সোনাতলা থানা পুলিশের আয়োজনে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতি সংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ও ঐতিহাসিক ৭ই মার্চ থানা চত্তরে পালিত হয়েছে। এ উপলক্ষে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কর্তন শেষে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রুম্পা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রেজাউল করিম রাজু।
উপজেলা খেলা ঘরের সদস্য রবিউল ইসলাম শাকিল ও সিরাজুম মনিরার সঞ্চালনায়, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, নাজির আখতার সরকারী কলেজের উপাধ্যক্ষ রফিকুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান সামছুল হক মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,দিগদাইড় ইউপি চেয়ারম্যান আবু তৈয়ব শামীম, বালুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমীন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রুস্তম আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা প্রেসক্লাবের ইমরান হোসাইন লিখন, উপজেলা ইসলামী ফাউন্ডেশন সভাপতি জিল্লুর রহমান, সোনাতলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন এলাকার সুধীজন।
শেষে উপজেলার সোনাতলা সাংস্কৃতি সংগঠন , উপজেলা খেলা ঘর, ভেলুরপাড়া মুকুল বাউল সঙ্গীত একাডেমি ও বাউল শুকুমারের গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
Posted ১০:২২ অপরাহ্ণ | রবিবার, ০৭ মার্চ ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | Trisha Mahmud