আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে বগুড়ার সোনাতলায় নৌকার প্রার্থীদের বিজয়ের লক্ষে উপজেলার বালুয়াহাটে মিছিল ও পথসভা করেছে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বালুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী নৌকাকে বিজয়ী করতে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিলে যোগদান করেন।
মিছিলটি বালুয়াহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চারমাথা মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বালুয়া ইউনিয়নে নৌকার সম্ভাব্য প্রার্থী বালুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন,বালুয়া ইউনিয়ন আ’লীগের সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান মন্ডল কামরুল ও সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন।
এ সময় উপজেলা,বালুয়া ইউনিয়ন আ’লীগ,সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নৌকার প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩১ জানুয়ারীর নির্বাচনে বালুয়া ইউনিয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকার প্রার্থী ঘোষণা করবেন তাকেই বিজয়ী করার আহবান জানান।
Posted ৮:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD