বগুড়ার সোনাতলায় নিরাপদ খাদ্য বিষয়ে জনপ্রতিনিধিদের নিয়ে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মো.রাসেল এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন,সোনাতলা পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু,বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল,লতিফুল বারী টিম,গোলাম রব্বানী,পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানা,পৌর কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল প্রমুখ।
বক্তারা নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,জাকির হোসেন বেলাল,জাহিদুল ইসলাম মন্ডল ,সকল পৌর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD