প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যয় বগুড়ার সোনাতলায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বজায় রাখতে উপজেলার নিম্ন আয়ের ১২,৭৬৫টি কার্ডধারী পরিবারের মাঝে ন্যযমূল্যে টিসিবি’র পণ্য বিতরণ করা হবে।
আগামী ২০ মার্চ থেকে টিসিবি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করবে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো। এ উপলক্ষে ১৫ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন এর সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা সভা শেষে অনুষ্ঠিত আলোচনায় এ তথ্য জানা যায়।
উপজেলা ইউএনও অফিস সুত্রে আরও জানা যায়, পৌরসভায় ৬টি ভেন্যুতে ৪১০১টি পরিবার, সোনাতলা সদর ইউনিয়নে ১টি ভেন্যুতে ৫৫৭, বালুয়ায় ২টি ভেন্যুতে ১২৮৪, দিগদাইড়ে ২টি ভেন্যুতে ১৪৭৯, জোড়গাছায় ২টি ভেন্যুতে ১৭২৯, মধুপুরে ২টি ভেন্যুতে ১০৭৬, তেকানী চুকাইনগরে ১টি ভেন্যুতে ৯২৯ ও পাকুল্লা ইউনিয়নে ২টি ভেন্যুতে ১৩১০টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
এ সময় থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা’র সঞ্চালনায় ওই আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ পপি খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, পরিসংখ্যান কর্মকর্তা সামিউল ইসলামসহ নব নির্বাচিত ৭টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD