বগুড়ার সোনাতলায় ঈদুল আযহা উপলক্ষে বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে জেলা পর্যায়ে চাম্পিয়ান অনুর্ধ্ব-১৭ নারী ফুটবল দল, উপজেলা ডেকোরেটর শ্রমিক ও পত্রিকার হকার্সদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৯ জুলাই (সোমবার) সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে ৫০জনের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা, প্রেসক্লাবের সভাপতি ও পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশারফ হোসেন মজনু ও সাংবাদিক প্রভাষক ইকবাল কবির লেমন, আলোকিত বগুড়া’র সিনিয়র স্টাফ রিপোর্টার রিমন আহম্মেদ বিকাশ, সাংবাদিক আব্দুর রাজ্জাক প্রমুখ।
Posted ৯:০২ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD