বগুড়ার সোনাতলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাফিছা খাতুন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নাফিছা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্বউদিয়াখালি গ্রামের নাইম হোসেন এর মেয়ে। সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের উত্তর করমজা গ্রামে ৭ই সেপ্টেম্বর সোমবার দুপুর ১টায় নানা বেলাল হোসেন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও থানা সুত্রে জানা যায়, নাফিছা খাতুন তার মায়ের সাথে কয়েকদিন আগে উপজেলার উত্তর করমজা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টার দিকে নাফিছা বাড়ি থেকে নিখোঁজ হয়। মা ও নানা পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশি রাজু আহম্মেদের পুকুরে ভাসমান অবস্থায় নাফিছাকে দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত সোনাতলা উপজেলা হাসপাতালে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনা তদন্ত করে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
Posted ৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD