বগুড়ার সোনাতলা উপজেলা নদীভাঙ্গনে কবলীত ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর পূর্ণবাসন সহায়তার কার্যক্রমের আওতায় চেক বিতরণ করা হয়েছে। আজ ১মার্চ মঙ্গলবার মধুপুর ইউনিয়ন পরিষদ চত্তরে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি সংসদ সদস্য সাহাদারা মান্নান ।
এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পাকুল্লা ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান শান্ত প্রমুখ।
আওয়ামী লীগ নেতা হুমায়ন সবির সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন প্রমুখ।
শেষে প্রধান অতিথি উপজেলার ৫টি ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১৭০টি পরিবারের মাঝে ৪০লক্ষ টাকার চেক বিতরণ করেন।
এর আগে প্রধান অতিথি উপজেলার শালিখা উত্তরপাড়া হতে দক্ষিণপাড়া পর্যন্ত রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।
Posted ৮:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD