ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম সম্পর্কে বগুড়ার সোনাতলার হরিখালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানে প্রনান অতিথি হিসেবে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল নতুন শিক্ষাক্রমের কারিকুলাম তুলে ধরে মুল্যবান বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ। সহকারি প্রধান শিক্ষক মো.আরিফুর রহমান মুন্সী’র সঞ্চালনায় আরও বক্তব্য দেন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য সিহাব উদ্দিন,সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, ৭ম শ্রেণির শিক্ষার্থী মেঘলা আহমেদ,ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোছা. সায়মা আক্তার ও মোছা. রুমা আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষক,ষষ্ঠ ও সপ্তম শ্রেণির সকল অভিভাবক, সূধীবৃন্দ ও শিক্ষার্থীরা।