বগুড়ার সোনাতলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলাবস্থায় নগদ টাকাসহ সাত জুয়ারীকে গ্রেফতার করেছে।
জানা যায়, সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নির্দেশে ৭ মে রবিবার দিবাগত রাতে এসআই নুর ইসলাম, এএসআই মোঃ আঃ ছালাম, এএসআই রমেন কুমার সাহা, এএসআই মোঃ আতিকুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ মধুপুর ইউনিয়নের সাতবিলের একটি মেশিনঘরে বিশেষ অভিযান পরিচালনা করেন। সেখানে মহিলা ইউপি সদস্যের স্বামী হারুন অর রশিদ সহ সাতজনকে হাতেনাতে জুয়া খেলাবস্থায় গ্রেফতার করে। অন্য জুয়ারুরা হলো দড়ি হাঁসরাজ গ্রামের মোকলেছার রহমানের ছেলে সাজু মিয়া(৩২),মকবুল মন্ডলের ছেলে সুমন(২৩),মৃত আবুল হোসেন বেপারির ছেলে হান্নান(৪২),মৃত লাল মিয়া সরকারের ছেলে মিলন সরকার (৪৭),মৃত ধলু বেপারীর ছেলে সদরুল (৪০) ও মৃত জমির উদ্দিন বেপারির ছেলে ফজল হক বেপারী। পুলিশ জুয়ার বোর্ড থেকে তাস ও নগদ ৬ হাজার ৫’শ ৪০ টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান আলোকিত বগুড়া’কে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দিয়ে ৮ মে সোমবার সকালে হেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD