সোনাতলায় শিচারপাড়া গ্রামে প্রতিপক্ষরা বাঁশের বেড়া দিয়ে জোড়পূর্বক জমি দখল করেছে। ছবি-আলোকিত বগুড়া
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রামে পূর্ব পরিকল্পিত ভাবে দোকান ভাংচুর করে জোড়পূর্বক টিনের ছাপড়া ও বাঁশের বেড়া দিয়ে জমি দখল করেছে প্রতিপক্ষরা। এঘটনায় মৃত দেলোয়ার মোল্লার ছেলে ইউনুছ আলী বাদী হয়ে প্রতিপক্ষের আফজাল আকন্দসহ ৩০ জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, শিচারপাড়া মৌজার জেএল নং-৫৪, খতিয়ান নং-৬৮৩,৫৩৭, দাগ নং-১৬১৬, ১৬১৭ জমির পরিমান- ০৮ শতক সম্পত্তির কিছু অংশে ইউনুছ আলী মুদিখানার দোকান এবং কিছু অংশে বাড়ী ঘর নির্মান করে ভোগদখল করে আসছে। ইউনুছ প্রতিদিনে ন্যায় তার দোকান রাত ১০ টায় বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ১১ এপ্রিল ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় প্রতিপক্ষের লোকজন দোকানঘর ভাংচুর করে বাঁশের বেড়া ও টিনের ছাপড়া নির্মাণ করে জোড়পূর্বক ওই জমি দখল করেছে। এ সময় ইউনুছ ও তার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে এলোপাথারি মারপিট করে প্রতিপক্ষরা। এতে ইউনুছ তার স্ত্রী, শ্বাশুরী ও শ্যালক আহত হয়। আহতরা সোনাতলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
এছাড়াও প্রতিপক্ষরা দোকানের জিনিষপত্র লুট করে নিয়ে যায়। এতে তার অনুমান ৩৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। ওই সময় প্রতিপক্ষরা ইউনুছের স্ত্রী ও শ্বাশুরীর পড়নের কাপড় টানা হেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায়।
এ ব্যাপারে সোনাতলা থানা সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী আলোকিত বগুড়া’কে জানান, এই ঘটনায় ইউনুছ একটি অভিযোগ জমা দিয়েছে। পরে প্রতিপক্ষও একটি অভিযোগ দায়ের করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD