জাতীয় পত্রিকা দৈনিক আমার সংবাদ এর ১০ম বৎসরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে বগুড়ার সোনাতলায় পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ ২৫ ফেব্রয়ারী শুক্রবার বিকালে সোনাতলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, জাসদ নেতা জোবায়দুর রহমান।
পত্রিকাটির সোনাতলা উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক এর আয়োজনে ও সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরান হোসাইন লিখন, সহসভাপতি শহিদুল ইসলাম শাহীন, বাঙালী বার্তার সম্পাদক সাংবাদিক ইকবাল কবির লেমন, জাহিনুর ইসলাম, রিমন আহম্মেদ বিকাশ, সোনাতলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি উজ্জল হোসেন খোকন প্রমুখ।
এ সময় পৌর জাসদের সভাপতি আবু তাহের খান, সাংবাদিক ইসমাইল হোসেন, ফয়সাল আহম্মেদ, মিনহাজুল বারী মিম, আমিরুল ইসলাম, মোস্তাফিজার রহমান পিন্টু, সাজেদুর রহমান শান্ত, সবুজসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ কেক কর্তন করেন।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD