বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ও তেকানী চুকাইনগর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়
পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
আজ ২৮এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি থেকে চালগুলো বিতরণ করেন। বিতরণকালে মধুপুর ইউনিয়নে প্রধান অতিথির সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, মধুপুর ইউপি চেয়ারম্যান
আব্দুল আলীম, সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা, সাংবাদিক আব্দুল ওয়াদুদসহ সকল ইউপি সদস্য ও আ’লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী।
তেকানী চুকাইনগর ইউনিয়নে বিতরণ কালে প্রধান অতিথির সাথে ছিলেন তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, ইউনিয়ন আ’লীগের সভাপতি মহিদুল ইসলাম খন্দকারসহ সকল ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মী।
এ সময় প্রধান অতিথি মধুপুর ইউনিয়নে ১হাজার ৯’শ ৩২ এবং তেকানী চুকাইনগর ইউনিয়নে ১হাজার ২’শ ৫৭টি পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করেন।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD