রিমন আহম্মেদ বিকাশ: বগুড়ার সোনাতলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান এ্যাড.মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান।
সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানা, পাকুল্লা ইউপি চেয়ারম্যান এ কে এম লতিফুল বারী টিম, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, মৎস্য অফিসার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ১০ জুলাই ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD