বগুড়ার সোনাতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই গাঁজাসেবী সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃরা হলো উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে গাঁজা ব্যবসায়ী শিহাব মিয়া(২০), উত্তর বাঁশহাটা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে গাঁজাসেবী তহছেন আলী(৫০) ও শিহিপুর পশ্চিমপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে গাঁজাসেবী সুমন মিয়া(২১)। এ ব্যাপারে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেছে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে থানা সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্সসহ ২২ অক্টোবর রাত্রিতে উত্তর বাঁশহাটা গ্রামে অভিযান চালান। সেখানে তহছেন আলীর বাড়ী থেকে ৬০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করে। আজ ২৩শে অক্টোবর থানা পুলিশ আটককৃতদের জেল-হাজতে প্রেরণ করেছে।
অপর এক অভিযানে বগুড়া ডিবি পুলিশ উপজেলার গণসারপাড়া থেকে ১কেজি গাঁজাসহ মৃত সোলেমান আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী শুকুর আলী(৪৫)কে আটক করেছে।
Posted ৮:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৩ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD