বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ও পাকুল্লা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে বগুড়া-১ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বশেষ প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির প্রধান অতিথি ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক একেএম আহসান হাবীব রাজা উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
দিগদাইড় ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোস্তাক আহম্মেদ তরুণের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব সাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক লিপন, বিএনপি নেতা অ্যাড.হুমায়ন কবীর, আবু নাছের ওয়াহেদ নবেল, শরিফুল ইসলাম খান নিপু, প্রভাষক আহসান হাবীব রতন, ,বালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মুশফিকুর রহমান সিজু,বালুয়া ইউপি বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী প্রভাষক তৌফিকুল ইসলাম টিটু ।
এ সময় উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক প্রার্থী সাবেক সেনা সদস্য সাদেক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুর রহমান হান্নান, যুগ্ম আহ্বায়ক পাভেল আহম্মেদ, উজ্জল হোসেন খোকন,জেলা ছাত্রদল নেতা রাফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল হক, যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি বকুল ইসলাম, সাধারণ সম্পাদক তাকবির হোসেন প্রমূখ।
দিগদাইড় ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মোস্তাক আহম্মেদ তরুণ সভাপতি ও মাহফুজার রহমান মাফু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
অপরদিকে বিকাল ৩টায় পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে এ্যাড.হুমায়ন কবিরের সভাপতিত্বে পাকুল্লা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেও বিনা প্রতিদ্বন্দিতায় আব্দুল হান্নান বাটালু ও হারুন অর রশিদ হারুন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD