বগুড়ার সোনাতলায় থানা পুলিশের অভিযানে নগদ ১৮ হাজার ৫১০ টাকাসহ ৫ জুয়ারীকে আটক করেছে। এঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ৬ ডিসেম্বর সোমবার সকালে জুয়া আইনে মামলা দিয়ে ৫ জনকে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।
৫ ডিসেম্বর দিবাগত রাতে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার হরিজনপাড়া (বাশহাটি) করিমের ঘরে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে হাতে নাতে আটক করে। এ সময় ঘরের মালিক আগুনিয়াতাইড় গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রেজাউল করিম কৌশলে পালিয়ে যায়।
আটককৃতরা হলো সাঘাটা উপজেলা মেছট (চরপাড়া) গ্রামের মৃত খাজা নাজিম উদ্দিনের ছেলে সাজু (৩০), একই উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আনন্দ কুমার দাসের ছেলে গৌতম কুমার (৪৫), সোনাতলা পৌর এলাকার শাহবাজপুরগ্রামের আমজাত হোসেনের ছেলে আসাদুল ইসলাম (২৮), পৌর এলাকার গড়ফতেপুর (ম্যাচফ্যাক্টরী) মোড়ের তোজাম ব্যপারীর ছেলে আক্তার আলী (৩৮) ও একই গ্রামের (কলেজ মোড়) এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে রেজাউল করিম (৪০)।
Posted ৯:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD