বগুড়ার সোনাতলা উপজেলা তেকানী চুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে একজন আহত ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একপক্ষ বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় রিক্ত বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, গত ৩ অক্টোবর রাত অনুমান ৮ টার সময় বালিয়াডাঙ্গা চারমাথা বাজারে টাকা নিয়ে বালিয়াডাঙ্গা গ্রামের ইছাহাকের ছেলে শিপন ও ফুলবাড়ি গ্রামের তফছির বেপারীর ছেলে শাকিল মিয়ার কথা কাটা-কাটি হয়। কথা কাটা-কাটির এক পর্যায়ে শাকিল ও শিপনের মধ্যে ধাক্কা ধাক্কির শুরু হলে পাশেই দোকানে থাকা শাকিলের মামা শফিকুল ইসলামসহ মামা ভাগ্নে দুজনেই শিপনকে মারপিট করে। এতে শফিকুল ও শিপন আহত হয়। শিপন বাড়িতেই প্রাথমিক চিকিৎসা গ্রহন করে এবং শফিকুল সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এরপর শফিকুল ও ভাগ্নে শাকিল এর লোকজন ক্ষিপ্ত হয়ে আনুমানিক রাত ১১ টায় ইছাহাকের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে ইছাহাকের মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে ইবাদুল (৪৫) কে প্রদান বিবাদী করে ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৯:৪১ অপরাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD