বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবির (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ডিবি পুলিশের টিম মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছেন।
বগুড়া ডিবি পুলিশের টিম গত ৪ জানুয়ারি বেলা ২ঃ৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সোনাতলা থানার শাহাবাজপুর বিশুরপাড়া গ্রামস্থ জনৈক শফিকুল ইসলামের বসতবাড়ির সামনে সোনাতলা হইতে জুমারবাড়ীগামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্ব থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন গাইবান্ধা জেলার সাঘাটা থানার বাজিতনগর গ্রামের জিল্লুর রহমানের ছেলে গাঁজা ব্যবসায়ী শফিকুল ইসলাম(৩৮)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় নিয়মিত মামলা রুজু অন্তে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১
Alokito Bogura। সত্য প্রকাশই আমাদের অঙ্গীকার | MTI SHOPON MAHMUD