বুধবার ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় টেটা’র আঘাতে সুলতান নামে এক ব্যক্তি গুরুতর আহত; আটক ০১

রিমন আহম্মেদ বিকাশ, সিনিয়র স্টাফ রিপোর্টার   বুধবার, ২৭ জুলাই ২০২২
208 বার পঠিত
সোনাতলায় টেটা’র আঘাতে সুলতান নামে এক ব্যক্তি গুরুতর আহত; আটক ০১

বগুড়ার সোনাতলা জমি সংক্রান্ত জেরে আপন চাচাতো ভাইয়ের টেটা’র আঘাতে সুলতান (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটস্থল থেকে একজনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা জোড়গাছা ইউনিয়নের নওদাবগা গ্রামে সকাল সাড়ে ১১টায়। সুলতান ওই গ্রামে মৃত রেজাউল করিম লটো’র ছেলে।

সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, নওদাবগা গ্রামে মো.কুরানু ফকিরের ছেলে হেলাল ফকির ও বেলাল ফকিরের সাথে সুলতানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে ২৭ জুলাই বুধবার সকালে আবারও তাদের এ নিয়ে গালিগালাজসহ কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের লোকজন মাছ মারার টেটা দিয়ে সুলতানের ডান পায়ে হাটুর নিচে আঘাত করলে টেটার শলাকাগুলো উপর দিয়ে ঢুকে নিচ অবদি বের হয়ে যায়। এমতবাস্থায় তাকে প্রথমে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সহ প্রতিবেশিরা সোনাতলা থানায় নিয়ে গেলে থানা পুলিশ জরুরী সুলতানের চিকিৎসা করাতে বলে। এরপর তারা সুলতানকে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তাররা সুলতানের পায়ের ভিতর ঢুকে যাওয়া টেটার শলাকাগুলো বের করতে না পেরে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করে।


এ ব্যাপারে আহত সুলতান জানান, তার চাচাতো ভাই হেলাল ও বেলালসহ ৪/৫ জন তাকে শরীরের বিভিন্ন জায়গায় মারপিটসহ ডান পায়ে টেটা দিয়ে সজোরে আঘাত করেছে। তিনি প্রশাসনের নিকট এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যয বিচার দাবি করেন।

এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান,বিষয়টি তিনি জানার পর এ ঘটনায় জড়িত সালেহা নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জালাল উদ্দীন জানিয়েছেন।


Facebook Comments Box


Posted ৮:৪৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুলাই ২০২২

Alokito Bogura || আলোকিত বগুড়া |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

প্রতিষ্ঠাতা ও প্রকাশক:

এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা সম্পাদক: এম.এ রাশেদ

সহ-বার্তা সম্পাদক: মোঃ সাজু মিয়া

অস্থায়ী অফিস:

তালুকদার শপিং সেন্টার (৩য় তলা),

নবাববাড়ি রোড, বগুড়া-৫৮০০।

বার্তাকক্ষ যোগাযোগ:

মুঠোফোন: ০১৭৫০ ৯১১৮৪৫

ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!