বগুড়ার সোনাতলায় এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে জোড়পূর্বক ধর্ষণ করার অভিযোগে প্রেমিক রোমান ইসলাম(২৯)কে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। ধর্ষণে শিকার কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আজ ১৯ নভেম্বর রোমানকে গ্রেফতার করা হয়। নিজ বাড়ি থেকে রোমানকে গ্রেফতার করা হয়। রোমান উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, হুয়াকুয়া গ্রামের আঃ সামাদের ছেলে রোমান ইসলাম একই গ্রামের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সুত্র ধরে প্রায়ই তাদের মোবাইল ফোনে কথাবার্তা চলে। গত ১৫ নভেম্বের রোমান রাত্রিতে মোবাইল ফোনে তার প্রেমিকাকে কৌশলে তার নিজ বাড়িতে ডেকে নেয়। এরপর প্রেমিকার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। ওই কিশোরী বিষয়টি বাড়িতে গিয়ে তার অভিভাবকদের অবগত করে। এরপর ভুক্তভোগী কিশোরী অভিভাবকেরা রোমানের অভিভাবকদের জানান এবং বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ছেলের অভিভাবকরা বিষয়টি নিয়ে তালবাহানা শুরু করে। বাধ্য কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে ওই দিনই সোনাতলা থানা এসআই নাজিম উদ্দিন ফোর্স সহ অভিযান চালিয়ে রোমানকে গ্রেফতার করে।
আজ ১৯ নভেম্বরই রোমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৮:৫৬ অপরাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD