“সোনাতলায় জোরপূর্বক জমির মাটি ও ড্রেজারে বালু তুলে বিক্রি করছে ভূমিদস্যুরা” শিরোনামে ‘আলোকিত বগুড়া’ নিউজ পোর্টালে প্রিন্ট ও ভিডিও সংবাদ প্রকাশের পর এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কুরশিয়া আক্তার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের চারালকান্দিতে মাটি ও ড্রেজারে বালু উত্তোলন পয়েন্টে অভিযান চালিয়েছেন।
তিনি আজ ১৭ মে (বুধবার) দুপুরে নজরুল ইসলাম বেকুল, রশিদুল ইসলাম ও মোর্শেদ কিবরিয়া টাইম এদের যৌথ পয়েন্টে অভিযান চালিয়ে মাটি কাটার ভেকু মেশিনের ২টি ব্যাটারি ও অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের মেশিনসহ সরঞ্জামাদি ধ্বংস করেন।
এ সময় মালিকরা পালিয়ে থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কুরশিয়া আক্তার।
এছাড়াও ফাইম, টুনু ও অহেদুলের ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়েছে এবং ভূমিদস্যু টুনু কর্তৃক ১০নম্বরে মাটি দ্বারা ভরাট একটি ব্রীজের মুখ খুলে দেওয়া হয় এ অভিযানে।
Posted ১১:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD