বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদের আয়োজনে জেএসসি-সমমান-২০১৮ ও এসএসসি, এইচএসসি-সমমান-২০১৯ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মেধা সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বৃহস্পতিবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মাঠে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মেধা সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও জিপিএ-৫ প্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯৬ জন শিক্ষার্থীদের মাঝে মেধা সংবর্ধনা ও স্কুল ব্যাগ তুলে দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বগুড়া জেলা পরিষদের সদস্য জিয়াউল করিম শ্যাম্পো, বিশিষ্ট শিক্ষাবিদ এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমূখ।
Posted ৯:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD