বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এ মেলার উদ্বোধন করেন। উপজেলা মাধ্যমিক অফিসার আহসান হাবীব এর সঞ্চালনায় উদ্বোধন পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন নির্বাহী অফিসার সাঈদা পারভিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, বিজ্ঞান শিক্ষক ইমতিয়াজ রহমান ও মানিক মিয়া।
এ সময় পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সেতারা জাহান, সোনাতলা সরকারী মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞান মেলার ২৯টি স্টল পরিদর্শন করেন।
Posted ৯:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD