আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মাট বাংলাদেশ গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ ফ্রেব্রুয়ারী সোমবার উপজেলা চ্ত্তরে একটি র্যালি বের হয়ে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হলে সমবেত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাফিউল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সেতারা জাহানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুসরাত জাহান লাকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, সাবেক মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন।
Posted ৭:৩৬ অপরাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD