“মুজিববর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ মার্চ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন ও পিআইও আয়েশা সিদ্দিকার উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্তরে সোনাতলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুর রউফ এর নেতৃত্বে ভুমিকম্প ও অগ্নিনির্বাপকের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় নির্বাহী অফিসার, পিআইও, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ, আব্দুর রাজ্জাক, ফয়সাল খন্দকার ও ফায়ার সার্ভিস কর্মীরা অংশ নেন।
এরপর দিবসটি উপলক্ষে নির্বাহী অফিসারের নেতৃত্বে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রকল্প বা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের নেতৃত্বে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে অংশ নেন, পিআইও আয়েশা সিদ্দিকা, উপজেলা নির্বাচন অফিসার আশরাফ আলী,ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুর রউফ,পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী রেজওয়ান হোসেন, ইউএনও অফিস সহকারী মজিবর রহমান, ফায়ার সার্ভিস কর্মী ও উপজেলা স্কাউট দল।
Posted ৯:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD