বগুড়ার সোনাতলায় জমাজমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত হয়েছে। আহতরা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে। আহতরা হলেন, ফুলবাড়ী গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে
ছোলায়মান আলী ও তার ছেলে গোলাম রব্বানী।
আহত ছোলায়মানের ভাতিজা কোরবান আলীর ছেলে জুয়েল হোসেন জানান, ফুলবাড়ী মৌজার খতিয়ান নং ১৮৪ এমআর আর ৪৬, সাবেক দাগ ৩১০, হাল দাগ ১১৩০ এ ১১শতাংশ জমি আমার বাবা কোরবান আলী, চাচা ছোলায়মান ও আব্দুল জলিল তিন ভাই মিলে ১৯৮৯ সালে একই এলাকার মৃত মোহাম্মাদ আলী সরকারের কাছ থেকে ১১শতাংশ জমি ক্রয় করে। পরবর্তীতে চাচা আব্দুল জলিলের অংশ তার বড়
দুই ভাই ছোলায়মান ও কোরবানের কাছে ১৯৯২ সালে দলিলমুলে বিক্রয় করে। এরপর থেকে আমার বাবা ও চাচা ভোগদখলে নিয়ে চাষাবাদ করে আসছে। দীর্ঘ ২৯ বছর পর
এসে চাচা জলিল বলে তিনি জমি বিক্রয় করেনি। এ নিয়ে আদালতে মামলা দায়ের করে এর প্রেক্ষিতে আমার বাবা চাচা ছোলেমান আদালতে দলিলপত্র দেখায়। আদালত চাচা ছোলায়মানকে মৌখিক রায় প্রদান করেন। যাহা রায়ের কাগজ এক সপ্তাহ পরে আদালত থেকে উত্তোলন করা হবে।
আজ ১২মে বৃহস্পতিবার সকালে আমি আমার বাবা, চাচা ছোলায়মানসহ জমিতে ধান কেটে মারাই করছিলাম। এমন সময় জমি ফাঁকা থাকার সুবাদে আমার ছোট চাচা আব্দুল জলিল দুই ছেলে জিল্লুর রহমান, শরিফুল ইসলাম জিহাদ ওই জমিতে আইল দিয়ে দখলে নেয়ার চেষ্টা করে। আমরা এ সময় বাধা নিষেধ করলে চাচা আব্দুল জলিল তার লোকজনসহ অরর্কীত ভাবে হামলা করে। এতে আমার চাচা ছোলায়য়মান ও চাচাতো ভাই গোলাম রব্বানী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে সোনাতলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ মে ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD