বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত জেরে
মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষরা বেদম মারপিট করে এনামুল হক(৫৫)
নামের এক বৃদ্ধ কৃষকের কান ছিরে ফেলেছে এবং তার বিবাহিত মেয়ে শরিফা
বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিরে নিয়েছে। এমনি অভিযোগ তুলে শরিফা
বেগম প্রতিপক্ষের আবু কালাম তার স্ত্রী, মা ও ছেলের বিরুদ্ধে স্থানীয় থানায়
অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার(২৩ আগষ্ট) সকালে
উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর মৃধাপাড়া গ্রামে। কৃষক এনামুল হক
ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। সে বর্তমানে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধিন রয়েছে।
অভিযোগ সুত্রে ও সরেজমিনে জানা যায়,এনামুল হকের মেয়ে-জামাই একই
এলাকার জৈনক ব্যক্তির নিকট থেকে ক্রয়কৃত ৯ শতাংশ জমির বাড়ীঘর নির্মাণ করে
বসবাস করে আসছে। বাড়ির চারিদিকে শরিফা বেগম বিভিন্ন ফলের গাছ
লাগিয়েছে। গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা প্রায়ই তাদের সাথে
কলহবিবাদ করতো। ঘটনার দিন আবু কালাম শরিফাদের বাড়ির পশ্চিম পাশে
শত্রুতামূলক ভাবে সিমানা আইল কাটতে থাকে। এ সময় শরিফা নিশেধ করলে আবু
কালাম গালাগালি সহ মারমুখী আচরণ করে। বিষয়টি শরিফার বাবা এনামুল হক
জানতে পেরে এগিয়ে গেলে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর এনামুল হক
বাড়ীতে যাওয়ার সময় আবু কালাম ও তার লোকজন আবারও অকথ্য ভায়ায় গালাগালি
করতে থাকে। এ সময় এনামুল হক নিশেধ করলে আবু কালাম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে
তাকে লাঠি দিয়ে মারপিট করে। এনামুল চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। চিৎকার
শুনে মেয়ে ও ছেলে ছুটে আসে। এ সময় প্রতিবেশি জৈনক ব্যক্তি এনামুলের ছেলে
আরিফকে আটকিয়ে ধরে। মেয়ে শরিফা বাবাকে রক্ষা করতে গেলে তাকে মারপিট
করে মাটিতে ফেলে দেয়। এ সময় তার গলায় থাকা লকেটসহ ১০(দশ) আনা ওজনের
স্বর্ণের চেইন ছিরে নেয় প্রতিপক্ষরা। মাটিতে পড়ে থাকা গুরুতর আহত এনামুল
হককে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তিনি এখনও সেখানে
চিকিৎসাধিন রয়েছে।
এ ব্যাপারে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান আলোকিত বগুড়া’কে জানান, ঘটনার
বিষয়ে থানায় অভিযোগ হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৮:৫৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ অক্টোবর ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD