বগুড়া সোনাতলায় ডিস ব্যাবসায়ী ও ছাত্রলীগ নেতার উপর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুম্পার গুন্ডা বাহিনীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় সোনাতলা প্রেস ক্লাব অস্থায়ী কার্যালয়ে লিখিত সংবাদ সম্মেলন করেন, উপজেলার জোড়গাছা ইউনিয়নের চড়পাড়া নামকস্থানের ক্যাবল টিভি ব্যাবসায়ী ও ছাত্রলীগ নেতা মাহমুদ ইসলাম রঙিন।
এসময় তার সাথে ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুজন ঘোস ও ছাত্রলীগ নেতা রতন।
সংবাদ সম্মেলনে রঙিন জানান,তার ক্যাবল টিভি ব্যাবসা জবর দখল নেওয়ার জন্য গত ৩০ তারিখে তার ব্যাবস্যা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে প্রায় ৩৫হাজার টাকার ক্ষতি ও তাকে মারধর করে প্রাণনাশের হুমকী দেয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রুম্পার স্বামী নজমুল মাহমুদ তুহিন ও তার ভারাটিয়া গুন্ডারা। এতে পরিবার নিয়ে সংশয়ে রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ক্ষতিগ্রস্থ ও মারপিটের শিকার ক্যাবল টিভি ব্যাবসায়ী ও ছাত্রলীগ নেতা মাহমুদ ইসলাম রঙিন।
Posted ৩:১২ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১
Alokito Bogura | MTI SHOPON MAHMUD