বগুড়ার সোনাতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার নেতৃত্বে একদল পুলিশ দ্রুত অভিযান চালিয়ে গ্রাম পুলিশ নির্মলের সহযোগিতায় চুরি হওয়া মটরসাইকেল ৩০মিনিটের মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পরে মটরসাইকেলটি প্রকৃত মালিক হেলাল উদ্দিন এর নিকট হস্তান্তর করা হয়েছে। হেলাল উদ্দিন সোনাতলা পৌর এলাকার স্টেডিয়াম পাড়ার হাফিজার রহমানের ছেলে।
থানা সুত্রে জানা যায়, ১৪ জুলাই বুধবার সন্ধা ৭টা ১৫মিনিটে সোনাতলা পৌর এলাকার স্টেডিয়াম পাড়ার হেলাল উদ্দিন এর বাড়ির সামনে থেকে তার ১২৫সিসি ডিসকভার মটরসাইকেল কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। যার রেজিঃ নং-বগুড়া-হ-১৩-৪০৪৬। সংবাদ পাওয়া মাত্রই সোনাতলা থানা অফিসার ইনচাজ (ওসি) এর নির্দেশে থানা এলাকায় পুলিশ চেকপোষ্ট বসায় এবং ওসি’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নির্মল রবিদাসের সহযোগিতায় বালুয়াহাট-কর্পূর রোডের মহিষাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর পরে থাকা অবস্থায় সন্ধা ৭টা ৪৫মিনিটে উদ্ধার করে। পরে মটরসাইকেলটির প্রয়োজনীয় কাগজপত্র দেখে প্রকৃত মালিক হেলাল উদ্দিনকে দেয়া হয়েছে।
এ ঘটনা মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পরে এবং এত অল্প সময়ের মধ্যে পুলিশ কর্তৃক মটরসাইকেলটি উদ্ধার হওয়ায় জনসাধারন ওসি রেজাউল করিম রেজাসহ থানা পুলিশ ও গ্রাম পুলিশ নির্মলকে ধন্যবাদ জানিয়েছেন।
Posted ১০:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD