বগুড়ার সোনাতলা পৌরসভা রোড রংধনু শপিং সেন্টারের উল্টো(উত্তর)পার্শ্বে রেডিমেট গার্মেন্টস পোশাক শো-রুম”চাঁদনী এক্সপোর্ট গ্যালারীর” উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মিলাদ মাহফিল শেষে পৌর কাউন্সিলর ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল প্রধান অতিথি থেকে ফিতা কেটে “চাঁদনী এক্সপোর্ট শো-রুমটির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, চাঁদনী এক্সপোর্ট গ্যালারীর স্বত্ত¡াধীকারী বিপ্লব হোসেন, বীরমুক্তিযোদ্ধা বাকী মন্ডল, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, মাহাবুর রহমান হুজুর, সরকারী সোনাতলা মডেল স্কুল ও কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন, ঢাকা বাজার শো-রুমের স্বত্ত¡াধীকারী সুলতান মাহমুদ পলাশ, বাঙালি ফ্যাশানের স্বত্ত¡াধীকারি মশিউর রহমান খান টিটন, ফাতেমা বোরখা হাউসের স্বত্ত¡াধীকারী রায়হান ইসলাম, পুলিস সদস্য সৌরভ হোসেন, সমাজ সেবক রাসেল খান প্রমূখ।
উদ্বোধন উপলক্ষে সকল ক্রেতাদের জন্য থাকছে তিন দিন যাবত ২০% ছাড়। শুধু তাই নয় এখানে পাবেন বিশ্বমানের সেরা ব্রান্ডের অরিজিনাল অথেনটিক যাবতীয় রেডিমেট গার্মেন্টস এর বিপুল সমাহার। একদর চাঁদনী এক্সপোর্ট গ্যালারীর শো-রুমের উদ্দেশ্যে ভালো ও উচ্চমানের পোশাকের সাথে সকলকে পরিচয় করে দেওয়া, সবচেয়ে কমদামে ভালো পোশাক দিয়ে ক্রেতাকে সন্তুষ্ট করা, দামাদামির বিরক্তি ও হয়রানী থেকে ক্রেতাকে মুক্তি দেওয়া এবং সকল শ্রেণির পেশার মানুষের উপযোগী পোশাক প্রদানের নিশ্চিত করন। এখানে সকল প্রকার রেডিমেট গার্মেন্টস পাইকারী ও খুচরা বিক্রয় করা হবে বলে জানিয়েছে শো-রুমের মালিক বিপ্লব হোসেন।
Posted ৮:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD