বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের কুশারঘোপ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৮টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। গরু চুরির সাথে জড়িত থাকায় ওই গ্রামের মো.মুনছুর বেপারীর ছেলে মিন্টু বেপারী(৫০)কে গ্রেফতার করা হয়েছে।
সরেজমিনে ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২নভেম্বর (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা এসআই ইমরান হোসেন, নাজিম উদ্দিন, এএসআই আতিকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাত্রিতে কুশারঘোপ গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই গ্রামের মিন্টু বেপারীর বাড়ি থেকে ৪টি ও আব্দুল মমিন কেতু’র বাড়ি থেকে ৪টি সহ মোট ৮টি চোরাই গরু উদ্ধার সহ গরুচোর মিন্টু বেপারীকে হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ও পূর্বের গরু চুরি মামলার আসামী মিন্টুর ছেলে মিজানুর রহমান তার টিভিএস মটরসাইকেল রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় এবং আব্দুল মমিন কেতু সেও পালিয়ে যায়। থানায় মামলা দিয়ে পুলিশ গ্রেফতারকৃত মিন্টু বেপারীকে ৩ নভেম্বর আদালতে প্রেরণ করেছে।
আজ ৩ নভেম্বর সরজমিনে গিয়ে আব্দুল মমিন কেতু ও মিজানুরকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় মিজানুরের স্ত্রী আলোকিত বগুড়া’কে জানান, তার স্বামী মিজানুরের ব্যবহৃত নতুন টিভিএস এ্যাপাচী মটরসাইকেলটি পুলিশ থানায় গেছে। মটরসাইকেলটি মোকামতলা মেসার্স তালুকদার এন্ড সন্স নামে শো-রুম থেকে ১৩০৫ নং চালানে চলতি সালের গত ৩১ মে মিজানুরের স্ত্রীর নামে ক্রয় করা।
এ ব্যাপারে সোনাতলা থানা তদন্ত ইন্সপেক্টর কামাল হোসেন গরু উদ্ধারসহ থানায় মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত গরু চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD