বগুড়ার সোনাতলায় ৫৫বছরের নারী রিনা বেগম করোনায় আক্রান্ত হয়ে মৃত বরণ করায় গোসল করালেন ইউএনও সাদিয়া আফরিন। ১৩জুলাই মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কুশাহাটা গ্রামে কেউ এগিয়ে না আসায় ইউএনও নিজে উপস্থিত হয়ে তিনি ওই মৃত নারীকে দাফনের জন্য গোসল করান।
জানা যায়, কুশাহাটা গ্রামের রিনা বেগম ও তার স্বামী মোতালেব হোসেন বেশ কয়েকদিন যাবত করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার রিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রিনা বেগমকে বাড়িতে নিয়ে আসলে দাফনের গোসলের জন্য কেউ রাজি না হলে স্বতস্ফুর্তভাবে গোসল করাতে এগিয়ে আসেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। তিনি করোনায় আক্রান্ত মৃত রিনা বেগমকে গোসল করান। পরে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইন্সপেক্টর (তদন্ত) কামাল হোসেন ও জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মণ্ডল।
Posted ১২:১১ অপরাহ্ণ | বুধবার, ১৪ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD