বগুড়ার সোনাতলা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি মৌসুমে উফসী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সকালে উপজেলা চত্তরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের জাতীয় সাংসদ সাহাদারা মান্নান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,উপজেলা কৃষি অফিসার মো.মাসুদ আহমেদ,বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান মো.জাহিদুল ইসলাম মন্ডল ও উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ।
আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার ১ হাজার ৩’শ ৫০ জন কৃষকের মাঝে প্রত্যেকে ৫ কেজি ধানের বীজ,ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করেন। এরপর প্রধান অতিথি চলতি অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিককীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা কার্যক্রমের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষক মহসিন আলী সরকার ও রমেন চন্দ্রকে কম্বাইন হারভেস্টার (গম ও ধান কাটার মেশিন) বিতরণ করেন।
Posted ৮:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD