বগুড়ার সোনাতলা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরের রোপা আমন মৌসুমে বন্যায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের নাবী জাতের বীজ বিতরণ করা হয়েছে। আজ ২৯ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলা চত্তরে বিতরণ পূর্ব আলোচনা সভায় অতিরিক্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বীজ বিতরণ করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ এমপি পুত্র সাখওয়াত হোসেন সজল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ পারভেজ, রবিউল ইসলাম, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, এসআই শহিদুল ইসলাম, মধুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা, পাকুল্লা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মানিক সরকার, তেকানী চুকাইনগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নুর আলম লিখন, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশিদ সোহেল, ছাত্রলীগ নেতা অমিত কুমার গুপ্ত প্রমূখ।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ বলেন, উপজেলার ২’শ ৫০জন দরিদ্র কৃষক প্রত্যেককে ৫কেজি করে নাবী জাতের ধানের বীজ বিনামূল্যে পেয়েছেন।
Posted ৯:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD