বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২ জুন বৃহস্পতিবার দুপুরে বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি থেকে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এরপর প্রধান অতিথির অংশগ্রহনে কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে র্যালি শেষে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে সহকারি কমিশনার (ভূমি) মোছা. পপি খাতুনের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মাসুদ আহমেদ। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিজু, পৌর যুবলীগের সভাপতি এসএম জুবায়েদ হাসান পরাগসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা।
এরপর প্রধান অতিথি সাহাদারা মান্নান উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ২০ জন দরিদ্র জেলেদের মাঝে ভ্যানগাড়ী বিতরণ করেন । এ সময় জেলা মৎস অফিসার সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ, উপজেলা মৎস অফিসার হাফিজুর রহমান,মৎস অফিসের সুপারভাইজার রোকসানাসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
Posted ৮:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD