বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তের আয়োজনে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা চত্তরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-১ আসনের এমপি সাহাদারা মান্নান।
এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে উপজেল কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, এমপি পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসের অন্যান্য অফিসার, আ’লীগ দলীয় নেতাকর্মী, সূধীবৃন্দ ও কৃষকরা।
চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষে এ মেলায় ২৫টি স্টল স্থাপন করা হয়েছে। মেলা শেষ হবে সোমবার বিকাল ৪টায়।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD