‘কৃষক বাঁচাও,দেশ বাঁচাও’-স্লোগানকে সামনে নিয়ে বগুড়ার সোনাতলায় কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা কৃষক লীগের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টার সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ সভায় সভাপতিত্ব করেন। উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন কুসুম, মাহমুদুল হাসান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, খলিলুর রহমান খলিল, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল, বালুয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি রিমন আহম্মেদ, তরিকুল ইসলাম সরকার, পৌর কৃষকলীগের সভাপতি সেলিম আহম্মেদ, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, সোনাতলা সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছানোয়ার ইসলাম লিটন, বালুয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুর রউফ রাঙ্গা, কৃষক নেতা জাফিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতাকর্মীরা।
এসময় বক্তরা বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় তাদের হুকুমে ১৯৯৫ সালের সার কিনতে গিয়ে নির্মমভাবে ১৮ কৃষককে হত্যা করা হয়েছিল। আর বর্তমান সরকার,দেশের কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানা ভাবে ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ।
Posted ৮:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD