বাংলাদেশ কৃষকলীগ বগুড়ার সোনাতলা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আজ ৭ মার্চ সোমবার বিকালে বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প অর্পন শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবু লায়েছ হোসেন নাহিদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয় । প্রথম অধিবেশনে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের সমন্বয়ক কমিটির আহ্বায়ক আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সাংগাঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব। প্রধান বক্তা বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা।
আরও বক্তব্য রাখেন,বগুড়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা কৃষকলীগের মৎস্য ও প্রাণী সম্পাদক শামছুদ্দিন আল আজাদ। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, বগুড়া জেলা কৃষকলীগের সাংগঠনিক ও সোনাতলার দায়িত্বপ্রাপ্ত নেতা আরিফুল রহমান সুমন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও কৃষকলীগের নেতাকর্মীরাসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সোনাতলা উপজেলা কৃষকলীগের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে আবু লায়েছ হোসেন নাহিদ সভাপতি, রিমন আহম্মেদ বিকাশ, আব্দুল মতিন, সারোয়ার জাহান কুসুম সহ-সভাপতি, এ টি এম মশিউর রহমান দিদার সাধারণ সম্পাদক, প্রভাষক আনারুল ইসলাম, মানিক যুগ্ম সাধারন সম্পাদক, রফিকুল ইসলাম রফিক সাংগাঠনিক সম্পাদক, নুরুল ইসলাম দপ্তর সম্পাদক এবং শ্যামল মিয়াকে প্রচার সম্পাদকসহ ১০জনের নাম ঘোষনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এ টি এম মশিউর রহমান দিদার।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৭ মার্চ ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD