বগুড়ার সোনাতলায় কথিথ উপরা দুই মাস বয়সের কন্যা শিশুকে শয়নঘর থেকে তুলে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১ঘন্টা পর শিশুটির মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেছে গ্রামবাসি। কথিথ উপরা নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন। ঘটনাটি ঘটেছে ১১ এপ্রিল সোমবার সন্ধা সাড়ে ৭টায় উপজেলার বালুয়া ইউনিয়নের গবারপাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গবারপাড়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মোছা.আদরী বেগম ইফতারের পর দুই বছর বয়সি বড় মেয়ে মাবিয়া ও দুই মাস বয়সী ছোট মেয়ে মেঘনা খাতুনকে শয়ন ঘরের বিছানায় রেখে প্রকৃতির ডাকে সারা দিতে শয়নঘরের পাশে বাথরুমে যায়। ফিরে এসে ছোট মেয়ে মেঘনাকে বিছানায় না পেয়ে চিৎকার করতে থাকে। মা আদরী বেগমের চিৎকারে প্রতিবেশীসহ গ্রামবাসি টস লাইট নিয়ে বাড়ির চতুরপাশে খুজতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে অবুঝ কোলের শিশুটির মৃতদেহ বাড়ির প্রায় ৩’শ গজ পশ্চিমে পুকুর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই সাথে জনমনে উঠেছে নানা প্রশ্ন। ঘটনার সময় শিশুটির বাবা মাসুদুর রহমান বাড়ির বাইরে ছিল। সংবাদ পেয়ে সে বাড়িতে ছুটে আসে।
এ ব্যাপারে মৃত শিশুটির মা আদরী বেগম জানান, প্রকৃতির ডাকে সারা দিতে গেলে কথিথ উপরা তার কোলের শিশুটিকে নিয়ে গিয়ে পুকুরের পানিতে ফেলে দিয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবাকে জিজ্ঞাসা করলে সে কোন কথার জবাব না দিয়ে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। এক কথায় বলা যায়, শিশুটির বাবা ছিল বাকরুদ্ধ। বিষয়টি নিয়ে শিশুটির দাদা ও দাদিকে জিজ্ঞাসা করলে তারাও কথিথ উপরা’র কথাই বলেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনাতলা থানা পুলিশ । তবে এ রিপোর্ট লেখা অবদি পুলিশের তদন্ত চলমান ছিল।
Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD