সোনাতলা শেখ রাসেল মিনি স্ট্যাডিয়াম মাঠে খোলা বাজারে চাল ও আটা বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
মহামারী করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে বগুড়ার সোনাতলা উপজেলায় ‘ওএমএস’ এর মাধ্যমে তিনটি স্থানে ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো-সোনাতলা পৌর এলাকার শেখ রাসেল মিনি স্ট্যাডিয়াম মাঠ, আগুনিয়াতাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কানুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ।
উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে ২৫ জুলাই রবিবার সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্ট্যাডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা,কৃষি অফিসার মাসুদ আহমেদ,পৌর কাউন্সিলর ও ডিলার নিপুন আনোয়ার কাজল,ডিলার তৌফিকুর রহমান হেলাল ও এসআই হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা বলেন, আগামী ৫ আগষ্ট পর্যন্ত শুক্রবার ছাড়া জনপ্রতি পাঁচ কেজি করে চাল ও আটা ক্রয় করতে পারবেন। প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা । উপজেলার ৯’শ জন মানুষ চাল ও ৬’শ জন মানুষ আটা খোলা বাজারে ক্রয় করতে পারবেন।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD