পাগল প্রকৃতির ওই যুবক উপজেলার হাট করমজা গ্রামের মোজাফফর ছেলে জাহাঙ্গীর।
বগুড়ার সোনাতলায় অত্যন্ত মর্মান্তিক কাণ্ড ঘটিয়েছে পাগল প্রকৃতির এক যুবক। সে অনাকাঙ্ক্ষিত ভাবে কসাইয়ের দা দিয়ে দুজনকে কুপিয়ে রক্তাক্ত জখমে আহত করেছে। আহতরা হলেন- সোনাতলা পৌর এলাকার লাহিড়ী পাড়া গ্রামের মৃত আফছার আলী প্রধানের ছেলে পান ব্যবসায়ী মো: লাল মিয়া প্রধান ( ৫৩) ও সদর ইউনিয়নের মন্ডমালা গ্রামের আব্দুল মফিজের ছেলে মোনারুল ইসলাম কসাই (৩৫)।
এলাকাবাসী আহতের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেন। এদের মধ্যে লাল মিয়ার অবস্থা আশঙ্খজনক হওয়ায় চিকিৎসারা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পাগল যুবককে জনতা গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ১৫ মে সোমবার সকাল সাড়ে ৭টায় পৌর এলাকার রেলগেট সংলগ্ন মিন্টু কসাইয়ের দোকানে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পাগল প্রকৃতি ওই যুবকটি সকালে অতর্কিতভাবে মিন্টু কসাইয়ের দোকান থেকে দা নিয়ে প্রথমে মোনারুল কসাইকে কোপ দেয়। এ সময় লাল মিয়া নামে ওই পান ব্যবসায়ী ভ্যান থেকে নামার সঙ্গে সঙ্গে তাকেও দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ক্ষিপ্ত এলাকাবাসী গনধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ ওই যুবককে তাদের হেফাজতে নেন। এ সময় এলাকাবাসীদের মধ্যে অনেকেই বলতে শোনা যায় যে, যূবকটি পাগল, তাই এ ঘটনা ঘটিয়েছে। পাগল প্রকৃতির ওই যুবক উপজেলার হাট করমজা গ্রামের মোজাফফর ছেলে জাহাঙ্গীর বলে জানা গেছে। এ ঘটনা টক অবদা সোনাতলায় রুপ নিয়েছে।
পাগল প্রকৃতির যুবক জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন,ওই যুবক যে পাগল, তার কোন প্রমাণাদি পরিবারের লোকজন দিতে পারে নাই সেহেতু তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।
Posted ৯:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩
Alokito Bogura। আলোকিত বগুড়া | MTi SHOPON MAHMUD