বগুড়ার সোনাতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আটককৃতদের রোববার দূপূরে বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়।
আটকৃতরা হলো উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর (চিল্লিপাড়া) গ্রামের মো. মোখলেছার রহমান মগলু’র ছেলে মো. সুজাউর রহমান(৩০) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে মোঃ সজিব ইসলাম (২০)।
থানা সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসানের নেতৃত্বে পুলিশ সোনাতলা থানা এলাকার কর্পুর-মহিচরণ পাকা রাস্তার বুড়াদহ ব্রীজের নিকট পুলিশ পৌঁছলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে এক কেজি গাঁজাসহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, পুলিশ অভিযান চালিয়ে ২জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আটকৃতদের জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।
Posted ৩:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura || আলোকিত বগুড়া | Sazu Mia