আগামী ২ নভেম্বর বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা উত্তোলনকৃত মনোনয়ন ফরম উৎসব মুখর পরিবেশে দাখিল করেছে। আজ ০৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল তার কর্মী সমর্থকদের নিয়ে সহকারী রিটার্ণিং অফিসার মোঃ আশরাফ আলীর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এরপর পর্যায়ক্রমে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ( বর্তমান কাউন্সিলর) আব্দুল হক বাবু, ১নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী হাবিজার রহমান, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান রানা, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মহসিন আলী, ৭ নং ওয়াাশর্ডের কাউন্সিলর প্রার্থী (বর্তমান কাউন্সিলর) জহুরুল ইসলাম শেফা মন্ডল, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সামিউল আলম আলামিন, ৪,৫,৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সৈয়দা হামিদা বেগম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অবসর প্রাপ্ত সার্জেন্ট আব্দুল গফুর ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিয়ার রহমান মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের শেষ তারিখ ১০ অক্টোর রবিবার বিকাল ৫টা পর্যন্ত।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৯ অক্টোবর ২০২১
Alokito Bogura। Online Newspaper | MTi SHOPON MAHMUD